দেশচিন্তা ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। এবার ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা।
শনিবার (৪ অক্টোবর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
নতুন দাম রবিবার (৫ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।
ফলে সোমবারও (৬ অক্টোবর) একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে।
স্বর্ণের আজকের বাজারদর—
• ২২ ক্যারেট: ভরিপ্রতি ১,৯৭,৫৭৬ টাকা
• ২১ ক্যারেট: ভরিপ্রতি ১,৮৮,৫৯৫ টাকা
• ১৮ ক্যারেট: ভরিপ্রতি ১,৬১,৬৫১ টাকা
• সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ১,৩৪,২৫৩ টাকা
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।
তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.