আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এখন টিভির ব্যুরো প্রধান জিয়াদসহ দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় সিইউজর নিন্দা ও প্রতিবাদ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় চিহ্নিত দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হওয়ার ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারাত্মক হামলার শিকার হয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সদস্য এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপার্সন পারভেজ রহমান। এই হামলার ঘটনায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। রোববার (৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক সবুর শুভ অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়ে বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু ঘৃণ্যই নয়, ন্যাক্কারজনক ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আর রাজনৈতিক দলের নেতাদের প্রশ্রয় পাওয়া এসব সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারার ঘটনা খুবই দু:খজনক ও সংশ্লিষ্ট নেতাদের ব্যর্থতার জলন্ত উদাহারণ। এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে সিইউজে নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান।

সিইউজে নেতারা আরও বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে জনগণকে তথ্য জানানো এবং পরিচ্ছন্ন সমাজ গঠনে মাঠে ময়দানে কাজ করেন। তাদের উপর হামলা সভ্য সমাজে কল্পনাও করা যায়না। আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করছি। নেতৃবৃন্দ আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, দুই সাংবাদিকের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় চট্টগ্রামের সাংবাদিক সমাজকে সাথে নিয়ে সিইউজে কঠোর কর্মসূচী বাস্তবায়নের দিকে অগ্রসর হবে।

প্রসঙ্গত, সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় ইয়াছিন ও রোকন-গফুর এর নেতৃত্বাধীন দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে শনিবার ( ৪ অক্টোবর ) একজন নিহত হওয়ার সংবাদ সংগ্রহ করতে যান সিইউজে সদস্য এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপার্সন মো.পারভেজকে হামলা করা হয়। রোববার (৫ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থলে যাওয়ার সাথে সাথে ৫০-৬০ জন লোক তাদের ওপর হামলা করে। এসময় সন্ত্রাসীরা দেশিয় অস্ত্র, গাছের টুকরো ও পাথর দিয়ে সাংবাদিকদের মাথায়, মুখে ও পিঠে আঘাত করে। রক্তাক্ত হয় দুই সাংবাদিক। এসময় তাদের মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসীরা। ক্যামেরা ভাংচুর করার পর তা আবার রেখে দেয় তারা। পরে সাংবাদিকদের জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা। গুরুতর আহত জিয়াদ এখন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ও পারভেজ রহমান ক্যাজুয়েলেটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ