দেশচিন্তা ডেস্ক: মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে গত ২৪ ঘণ্টায় সারাদেশে রেকর্ড ৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে সর্বোচ্চ।এ নিয়ে চলতি বছরে রোগটিতে মোট মারা গেলেন ২১২ জন।
এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪২ আক্রান্ত। এটিও চলতি বছরে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছরে রোগটিতে মোট আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯০৭ জন।
রোববার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের ৭ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। বাকি দুজনের একজন উত্তর সিটি করপোরেশনের এবং আরেকজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।
আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে ২০১ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৮২ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী রয়েছেন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯৮ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৪৭ হাজার ২৫৬ জন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.