আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রিমিয়ার ইউনিভার্সিটির সঙ্গে ইউএস এমবেসি কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান এলপিসির সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর

দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির সঙ্গে ইউএস এমবেসি কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান ইংলিশ প্রফিসিয়েন্সি সেন্টার (এলপিসি)-র একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ভিত্তিতে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইউএস এমবেসির এক্সেস প্রোগ্রাম পরিচালনা করা হবে। প্রোগ্রামটি আমেরিকান এম্বেসি অনগ্রসর জনগোষ্ঠীর সন্তানদের জন্য বিশেষভাবে তৈরি করেছে। এই চুক্তির মাধ্যমে আমেরিকান সরকারের দুটি গুরুত্বপূর্ণ সহযোগী প্রতিষ্ঠান অর্থাৎ আমেরিকান কর্নার ও এডুকেশন ইউএস-এর সঙ্গে আমেরিকান সরকারের আরও একটি হাইভেল্যুড প্রোগ্রাম যুক্ত হলো।

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ০৪ অক্টোবর ২০২৫, শনিবার, সকাল ১১টায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, এলপিসির চেয়ারম্যান জনাব জাভেদ হায়দার করিম, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক জনাব সাদাত জামান খান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ