দেশচিন্তা ডেস্ক: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান, ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার (৫ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল এসব তথ্য নিশ্চিত করেন।
ক্রোকের আদেশ হওয়া উল্লেখযোগ্য সম্পদের মধ্যে রয়েছে, চট্টগ্রামের আর নিজাম রোডের আবাসিক এলাকায় ২৪৯৯ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট, পাঁচলাইশের প্রবর্তক সার্কেলে ১৯১৭ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট, পূর্ব নাসিরাবাদে আরামিট সিমেন্টের নামে ২১৩৫ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট।
দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান এসব সম্পদের ক্রোকের আবেদন করেছিলেন।
আবেদনে বলা হয়,সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানলন্ডারিং এর অভিযোগে ৯ জন সদস্যের সমন্বয়ে একটি যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে জানা যায় যে, সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান, ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্টরা তাদের নামে ও প্রতিষ্ঠানের নামে থাকা স্থাবর সম্পদমূহ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর করার চেষ্টা করছেন। এসব স্থাবর সম্পদমূহ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে। সে কারণে, উল্লিখিত স্থাবর সম্পদমূহ অবিলম্বে ক্রোক করা আবশ্যক।
এর আগে, গত ৫ মার্চ সাইফুজ্জামান চৌধুরীর ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন একই আদালত। এসব হিসাবে ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৮৫ টাকা রয়েছে। গত ২২ জুন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.