আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নির্বাচনে ইসিকে সহায়তা করবে জাতিসংঘ: গোয়েন লুইস

দেশচিন্তা ডেস্ক: জাতিসংঘ আগামী সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

রবিবার (০৫ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে বিএনপি নেতাদের সঙ্গে নির্বাচন, গণতন্ত্র ও দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ।

এতে জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে। আশা করি সব দল এই নির্বাচনে অংশ নেবে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আলোচনার মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশে ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে আনতে জাতিসংঘের কমিটমেন্ট এবং গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে।

আমরা মনে করি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে হলে সকলে মিলে কাজ করতে হবে।
এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা জনগণের সবচেয়ে বড় চাহিদা উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, এটি করতে হলে খুব দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে কাজটা করতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে, এটাকে কিভাবে সফলভাবে সমাপ্ত করা যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তনের ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

যতদিন রোহিঙ্গাদের ফেরত পাঠানো না যায় ততদিন তাদের বিষয়ে জাতিসংঘের সমর্থন থাকবে বলে প্রতিশ্রুতি পেয়েছি।
বিএনপির এই নেতা গোয়েন লুইস সম্পর্কে আরো বলেন, বিগত দিনে স্বৈরাচারবিরোধী যে আন্দোলন-সংগ্রাম হয়েছে, তাতে জাতিসংঘের পক্ষ থেকে গোয়েন লুইসের অবদানের স্বীকৃতি আমরা দিতে চাই। অত্যন্ত কঠিন সময়ে জাতিসংঘের পক্ষ থেকে ওনার যে ভূমিকা ছিল, এজন্য তার প্রতি ধন্যবাদ জানিয়েছি। তিনি জাতিসংঘের চার্টার অনুযায়ী প্রত্যেকটি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সাহসী ভূমিকা পালন করেছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ