দেশচিন্তা ডেস্ক: শোবিজ অঙ্গনের এক সময়ের জনপ্রিয় মডেল অভিনেত্রী শ্রাবন্তী দত্ত তিন্নি। ২০০২ সালে আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় পঞ্চম রানার আপ নির্বাচিত হওয়ার মাধ্যমে ছোটো পর্দায় তার অভিষেক ঘটে এবং খুব সময়ের মধ্যে ভক্তদের মন জয় করে নেন। এরপর অসংখ্য জনপ্রিয় টেলিভিশন নাটক দর্শকদের উপহার দেন এই অভিনেত্রী। ‘ডুবসাঁতার’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘সে আমার মন কেড়েছে’ চলচ্চিত্রে অভিনয় করেন তিন্নি। শুধু নাটকই নয় ২০১২ সালে অভিনেতা সাকিব খানের সাথে “সে আমার মন কেড়েছে” শিরোনামের সিনেমাটিতে অভিনয় করে।
পরবর্তীতে ব্যক্তিগত জীবনের নানা জটিলতা থেকে শোবিজাঙ্গন থেকে বিদায় নেন তিন্নি। বর্তমানে সে থাকছেন কানাডার মন্ট্রিয়লে কন্যা ওয়ারিশাকে নিয়ে। অভিনয় জগতে সক্রিয় না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিন্নি।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে তিন্নি তার ফেসবুকে মেয়ের সাথে একটি ছবি পোস্ট করেন।
সেখানে তিনি নিজের অসুস্থতার ইঙ্গিত দিয়ে সবার দোয়া চেয়েছেন। তিন্নি লিখেছেন, আমি কখনো ডাক্তার দেখাইনি এই ভেবে যে হয়তো আমার কোনো বড় অসুখ হয়েছে। তবে, এবার অসুস্থ কিনা তা জানতে আমি নিজেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তিনি একজন চমৎকার মানুষ। আমাকে অনেক টেস্ট করতে দিয়েছেন, কারণ তিনি চিন্তিত। সরাসরি নিজের অসুস্থতার কথা না বললেও অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন।
অভিনেত্রীর ভাষায়, আমি সবার কাছে দোয়া চাইছি যেন আমার প্রতিটি পরীক্ষার ফল ইতিবাচক আসে। আমি আমার মেয়েদের সঙ্গে নিয়ে অনেকদিন বাঁচতে চাই। আমি আপনাদের কাছে এতটুকু দোয়া চাইলাম।
সবশেষে তিন্নি লিখেছেন, মানবজন্ম বড়ই মধুর, যদি হও মানুষ। এটা কারও কথা বা কোটস না, এটা আমার কথা। আর আমার দাদুর কথা হলো- মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। শুভ হোক মানব জনমের।
২০০৬ সালে অভিনেতা আদনান ফারুক হিল্লোলকে বিয়ে করেন তিন্নি। এ সংসারে জন্ম নেয় কন্যা ওয়ারিশা। ২০১২ সালে বিচ্ছেদ হয় এই দম্পতির। ২০১৪ সালে আদনান হুদা সাদকে বিয়ে করেন তিন্নি। এ সংসারে আরিশা নামে একটি কন্যা সন্তান রয়েছে। ২০১৭ সালে তিন্নির এ সংসারও ভেঙে যায়। ব্যক্তিগত জীবনের নানা উথান-পতনের কারণে তিন্নি নিজেকে গুটিয়ে নিয়েছিলো। তবে এখন সে সুন্দরভাবে বাঁচতে চায় তার মেয়েদের সাথে এবং মানুষকে ভালোবাসার মাধ্যমেই যে জীবনের প্রকৃত সুখ লুকিয়ে আছে সে কথারই জানান দেয় তার আবেগী পোস্ট।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.