দেশচিন্তা ডেস্ক: লায়ন্স ক্লাব অব চিটাগাং ড্রিম সিটি ২০২৫-২০২৬ অক্টোবর সেবা বর্ষের উদ্যোগে খুলশীস্হ আল জামিয়াতুল ইসলামীয়া মিছবাহুল উলুম মাদ্রাসা বড় মাদ্রাসায় গত ৪ অক্টোবর দুপুরে খতমে কোরআন মিলাদ মাহফিল, ৪৫০ জন এতিম শিক্ষার্থীদের নিয়ে দুপুরের খাওয়ার আয়োজন, বৃক্ষ রোপণ ও চিকুনগুনিয়া সচেতন লিফলেট বিতরণ করা হয়। ক্লাব প্রেসিডেন্ট লায়ন নবাব হোসেন মুন্নার সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী লায়ন আবদুল আলিম রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ৩১৫-বি ৪ ডিস্ট্রিক্ট জেলা গভর্ণর মোসলেহ উদ্দিন অপু পিএমজেএফ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন এলসিআইএফ ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর এ কে এম নবীউল হক সুমন, ডিস্ট্রিক্ট রিজিওন চেয়ারপার্সন কনসার্ন লায়ন মোঃ জাহাঙ্গীর উদ্দিন, রিজিওন চেয়ারপার্সন লায়ন দেলোয়ার হোসেন, জোন চেয়ারপার্সন লায়ন আলহাজ্ব আবদুল মান্নান, কনসার্ন জোন চেয়ারপার্সন মশিউর রহমান চৌধুরী মাহী, আইপিপি লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সেলিম, ট্রেজারার লায়ন মোহাম্মদ বাবর আলী, জয়েন্ট ট্রেজারার ওসমান আবেদী, মার্কেটিং চেয়ারপার্সন মোহাম্মদ মানিক, সার্ভিস চেয়ারপার্সন হাসান চৌধুরী তামিম, মেম্বার লায়ন সিরাজুল মাওলা কামাল, জেলা ডিস্ট্রিক্ট লিও প্রেসিডেন্ট শওকত হোসেন, ভাইস প্রেসিডেন্ট সিফাতুল ইসলাম সামী, এছাড়া মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মাওলানা আবদুল জাব্বার, মাওলানা মাহমুদুর রশীদ প্রমুখ। প্রধান অতিথি বলেন জেলা গভর্ণর বলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ড্রিম সিটির মত আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে সাধ্যানুযায়ী মানবতার কল্যাণে কাজ করে যাই। যাতে করে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.