দেশচিন্তা ডেস্ক: কক্সবাজার শহরের লালদীঘি পাড়ের ইডেন গার্ডেন সিটি মার্কেট নামে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত মধ্যরাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুরুদ্দিন (২২) শহরের ৪ নম্বর ওয়ার্ডের নুরুল আমিনের ছেলে।
নিহতের ছোট ভাই আহনাফ বলে, তার ভাইসহ ছয় বন্ধু ছাদে লুডু খেলছিল। এ সময় একজন চিৎকার করে বলে, ‘পুলিশ আসছে।’ তখন সবাই ছোটোছুটি শুরু করে। দৌড়াতে গিয়ে নুরুদ্দিন ছাদ থেকে নিচে পড়ে যায়।
আহনাফ আরও বলে, আমার ভাইকে পরিকল্পিতভাবে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে কিনা সেটি তদন্ত করা হোক।
কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, ওই রাতে ছয় বন্ধু ছাদে ওঠে এবং তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে নুরুদ্দিনের মৃত্যুর খবর শোনা যায়।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শী পাঁচ বন্ধুকে এখনো পাওয়া যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বলেন, নিহতের পরিবার এখনও কাউকে অভিযুক্ত করে মামলা করেনি। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
প্রসঙ্গত, লালদীঘি পাড়ের পুরনো ইডেন গার্ডেন সিটি ভবনটি মামলার জটিলতায় অনেকটা পরিত্যক্ত হয়ে পড়েছে। নিচতলায় ব্যাংক ও দোকান থাকলেও সন্ধ্যার পর ভবনটিতে ভুতুড়ে পরিবেশ তৈরি হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.