দেশচিন্তা ডেস্ক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটে ৩ কেজি ৮০০ গ্রামের একটি বিশাল আকৃতির রানি ইলিশ মাছ ১২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে চেয়ারম্যান ঘাটের মৎস্য আড়তে নিলামে মাছটি বিক্রি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ জন জেলে নিয়ে আক্তার মাঝি ৫ দিন আগে মেঘনা নদীতে মাছ ধরতে যান। এ সময় অন্যান্য মাছের সঙ্গে তাদের জালে ধরা পড়ে বড় আকৃতির ইলিশটি। পরে মাছটি চেয়ারম্যান ঘাটে নিয়ে আসা হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে আশপাশের লোকজন ভিড় জমায় মাছটি এক নজর দেখার জন্য। পরে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে মাছটি ব্যবসায়ী এনায়েত বেপারীর কাছ থেকে ১২ হাজার ৫০০ টাকায় ক্রয় করে নেন। মাছটির দাম উঠেছিল প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকার বেশি।
মৎস্য ব্যবসায়ী এনায়েত বেপারী ও মো. আকবর হোসেন বলেন, এমন বড় সাইজের ইলিশ সচরাচর পাওয়া যায় না। তাই দামও বেশি হয়েছে। মাছটি যে পেয়েছে সে ভাগ্যবান। গত কয়েকদিন আগে চার কেজির রানি ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান বলেন, বর্ষার মৌসুমে নদীতে বড় ইলিশ পাওয়া যায়। তবে এত বড় ও ভারী ইলিশ সচরাচর দেখা যায় না। জেলেরা এ ধরনের ইলিশ ধরতে পারলে অবশ্যই লাভবান হয়। মৎস্য সংরক্ষণে সরকারের দেওয়া বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করায় নদীতে বড় আকৃতির মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করছি সামনে জেলেরা সাগরে বড় আকৃতির মাছ আরও বেশি বেশি পাবেন। যা জেলেদের মুখে হাসি ফোটাবে এবং বাজারেও সাড়া ফেলবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.