দেশচিন্তা ডেস্ক: ভারতীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি শিল্পী ছান্নুলাল মিশ্র মারা গেছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৯১ বছর বয়সী এ সংগীতজ্ঞ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ছান্নুলাল মিশ্রের কন্যা নম্রতা মিশ্র জানিয়েছেন, বুধবার (১ অক্টোবর) রাত থেকে শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উত্তরপ্রদেশের মির্জ়াপুরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে, কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন ছান্নুলাল মিশ্র। বাড়িতেই চিকিৎসা চলছিল তার। গেল ১১ সেপ্টেম্বর অবস্থার অবনতি হলে মির্জাপুর মেডিকেল কলেজের ১৫ জন চিকিৎসকের একটি দল তার চিকিৎসা করছিল।
১৯৩৬ সালের ৩ আগস্ট উত্তরপ্রদেশের হরুহরপুরে জন্মগ্রহণ করেন পণ্ডিত ছান্নুলাল মিশ্র। বাবা বাবা বদ্রীনাথ মিশ্রও ছিলেন সংগীতজ্ঞ। বাবার হাতেই সংগীতে পথচলা শুরু ছন্নুলালের। ভারতীয় সংগীতের গুরুত্বপূর্ণ নাম ছান্নুলাল। দেশটির সংগীতকে সমৃদ্ধ করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.