দেশচিন্তা ডেস্ক: প্রতিটি পরিবারের নারী সদস্যদের ব্রেস্ট ক্যানসার থেকে বাঁচাতে সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার (১ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে জিইসি মোড়স্থ বিএমএ ভবন পর্যন্ত আয়োজিত ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস উপলক্ষ্যে র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
র্যালিটি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যাত্রা শুরু করে জিইসি মোড়স্থ বিএমএ ভবনে শেষ হয়। শোভাযাত্রায় দৈনিক আজাদী সম্পাদক এম. এ মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জসিম উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, সিএসসিআর-এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী, পিজিএস একাডেমিয়ার চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার এ. কে. আজাদ, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিত চৌধুরী, অধ্যাপক ডা. মো. মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ডা. গোফরানুল হক, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, অধ্যাপক ডা. এস. এম. তারেক, দৈনিক আজাদীর প্রধান বার্তা সম্পাদক জনাব হাসান আকবর, অধ্যাপক ডা. সৈয়দ আহমদ, ডা. একরামুল হক, অধ্যাপক ডা. সাজ্জাদ মো. ইউসুফ, ডা. সাকেরা আহমেদ, ডা. নাজমা মাহবুব, চসিকের স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. মো. ইমাম হোসেন রানা, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের সদস্যবৃন্দ, সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার সদস্যবৃন্দ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
আরও অংশ নেন চমেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাসুদ করিম, ডা. হোসনে আরা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যকরী সদস্য ডা. এস. এম. সারোয়ার আলম, সিটি ইউনিট রেড ক্রিসেন্ট সেক্রেটারি গোলাম বাকী মাসুদ প্রমুখ।
দুপুর দেড়টায় বিনামূল্যে ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং ও কনসালটেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান সিএসসিআর-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সিএসসিআর-এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিএসসিআর-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী।
এ সময় মেয়র বলেন, “আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস মাস হিসেবে পালনের ঘোষণা করছি। এই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সচেতনতা র্যালি, স্কুল-কলেজে সমাবেশ, প্রদর্শনী, গণমাধ্যমে প্রচারণা, টক-শো এবং লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম পরিচালিত হবে। আমরা চাই ভীতি নয়, সচেতনতার মাধ্যমে মানুষ ব্রেস্ট ক্যানসার মোকাবেলায় এগিয়ে আসুক।”
মেয়র আরও বলেন, ব্রেস্ট ক্যানসার বিষয়ে সচেতনতায় এই ধরনের উদ্যোগ ইতঃপূর্বে গ্রহণ করা হয়নি। এ ধরনের সচেতনতা শুধুমাত্র নারীদের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। পুরুষদেরও পূর্ণমাত্রায় নারীদের পাশে থেকে ব্রেস্ট ক্যানসার রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সচেতনতা মাস উপলক্ষ্যে মাসব্যাপী চট্টগ্রামে যে বিশাল কর্মকাণ্ড শুরু হয়েছে, সেটা সারা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। সুস্থ নগরী গড়ে তুলতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের নেতৃত্বে চট্টগ্রাম সিটি করপোরেশন ছাড়াও এই সচেতনতা কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিক্যাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়া।
এ কার্যক্রমের আওতায় অক্টোবর মাসব্যাপী প্রতি শনিবার, সোমবার ও বুধবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত বিনামূল্যে ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং ও কনসালটেশন কার্যক্রম চলবে। এই কার্যক্রমে নিবন্ধিত রোগীদের প্রয়োজনীয় পরীক্ষাসমূহে শতকরা ৫০ ভাগ ছাড় দেওয়া হবে। নিবন্ধনের জন্য সিএসসিআর-এর ২য় তলায় অবস্থিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে হবে। স্ক্রিনিং কার্যক্রমের প্রথম দিনে (১ অক্টোবর) সর্বমোট ৩৫ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ডা. সায়রা বানু শিউলীর নেতৃত্বে ৫ (পাঁচ) সদস্যের চিকিৎসক দল এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন বলেন, ব্রেস্ট ক্যানসার সচেতনতার এই ধরনের উদ্যোগ ইতঃপূর্বে গ্রহণ করা হয়নি। তিনি বলেন, এ ধরনের সচেতনতা শুধুমাত্র নারীদের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। পুরুষদেরও পূর্ণমাত্রায় নারীদের পাশে থেকে ব্রেস্ট ক্যানসার রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সচেতনতা মাস উপলক্ষ্যে মাসব্যাপী চট্টগ্রামে যে বিশাল কর্মকাণ্ড শুরু হয়েছে, সেটা সারা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.