দেশচিন্তা ডেস্ক: আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি মিরপুরে এসে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।
এদিন মিরপুরে আরও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীকে দেখা যায়, তাদের মধ্যে ছিলেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু।
৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে ১ অক্টোবর আজ দুপুর ১২টা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা ছিল। সময়সীমা শেষ হওয়ার আগেই সরে দাঁড়ান তামিম ইকবাল।
জানা যায়, বুধবার সকালে প্রয়োজনীয় কাগজপত্র হাতে বিসিবিতে হাজির হন তামিম। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র টিকে গেলেও নিজেই স্বেচ্ছায় তা প্রত্যাহার করে নেন। মূলত কয়েকটি ক্লাবকে বিসিবির কাউন্সিলরশিপ না দেওয়ার কারণে অসন্তোষ ছিল তার।
খেলোয়াড়ি জীবনের পর তিনি বোর্ডে যুক্ত হয়ে বিশেষ করে ক্রিকেট অপারেশনে কাজ করতে আগ্রহী ছিলেন। সাধারণ পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। তবে শেষ পর্যন্ত আর এগোননি।
বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার তামিম ইকবাল অধিনায়ক হিসেবেও দেশের ইতিহাসে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এবার বোর্ডে যোগ দিয়ে অবদান রাখার স্বপ্ন থাকলেও তা আর হলো না।
তামিমের না থাকায় বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়াইয়ের সমীকরণ বদলে যাবে বলে মনে করছেন অনেকেই। এতে অন্য প্রার্থীদের জন্য সুযোগ বেড়ে যেতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.