দেশচিন্তা ডেস্ক: খাগড়াছড়ি ও গুইমারার সহিংসতার ঘটনায় জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার কমিটি গঠনের বিষয়টি জানান।
জেলা প্রশাসক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্তরাও বিভিন্ন অভিযোগ প্রশাসনের কাছে তুলে ধরেন।
এই সময় তাদের পাশে থাকার অঙ্গীকার করে জেলা প্রশাসক বলেন, ‘আজ আমরা এখানে এসেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাতে। আমরা তাদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করব। যারা চিকিৎসাধীন রয়েছেন, তাদের চিকিৎসার দায়িত্ব আমরা নিব।’
অন্যদিকে, সোমবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার উপস্থিতিতে জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অবরোধ বা ১৪৪ ধারা তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া জুম্ম ছাত্র-জনতার পক্ষ থেকে আট দফা দাবি উপস্থাপন করা হয়।
এ বিষয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সকালে জানান, ‘আন্দোলনকারীদের সঙ্গে আলাপ হয়েছে। তারা আমাদের ১৪৪ ধারা প্রত্যাহারের অনুরোধ করেছেন। আমরা বলেছি, তারা অবরোধ প্রত্যাহার করলে আমিও ১৪৪ ধারা প্রত্যাহার করব।’
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.