দেশচিন্তা ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সব ধর্ম ও বর্ণের মানুষের অংশগ্রহণে একটি সমন্বিত রাজনৈতিক ধারা গড়তেই কাজ করছে বিএনপি। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজনের বিপক্ষে বিএনপি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে যদি কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তবে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।
পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, দেশের মানুষ এ ধরনের পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা প্রত্যক্ষ ও স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থাই চায়।
সালাহউদ্দিন বলেন, বিভাজনের রাজনীতি থেকে সরে এসে সব রাজনৈতিক দলকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। গণতন্ত্র ও জনঅধিকার প্রতিষ্ঠায় বিভক্তি নয়, সংহতিই হতে হবে আমাদের অঙ্গীকার।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.