দেশচিন্তা ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পুনঃসংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে আগামী ১২ অক্টোবর এবং চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর প্রকাশিত সময়সূচি স্থগিত করা হয়। পরিবর্তিত সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে ১২ অক্টোবর, চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে।
তত্ত্বীয় অংশে ১২ অক্টোবর- হিস্ট্রি অব ফিজিক্যাল এডুকেশন, ১৩ অক্টোবর- এডুকেশন অ্যান্ড স্পোর্টস সাইকোলজি, ১৪ অক্টোবর- ফিজিওলজি অ্যান্ড স্পোর্টস মেডিসিন, ১৫ অক্টোবর- হেলথ এডুকেশন অ্যান্ড ফার্স্ট এইড এবং ১৬ অক্টোবর- রুলস অব গেমস অ্যান্ড স্পোর্টস (সেকেন্ড পেপার) অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৯ অক্টোবর থেকে। ওইদিন গেমস (থার্ড পেপার), ২০ অক্টোবর- গেমস (ফোর্থ পেপার), ২১ অক্টোবর- জিমনাস্টিকস, ২২ অক্টোবর- প্র্যাকটিস টিচিং এবং ২৩ অক্টোবর- মাস পিটি অ্যান্ড কান্ট্রি গেম অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৭টায় ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।
এতে আরো জানানো হয়েছে, পরীক্ষার প্রবেশপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পরীক্ষা শুরুর চার-পাঁচ দিন আগে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্রে পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে অধ্যক্ষের স্বাক্ষর ও সিল দিতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না।
এ ছাড়া, প্রতি পরীক্ষার্থীর কেন্দ্র ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬০০ টাকা পরীক্ষা শুরুর দুই-তিন দিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে। পরীক্ষা-সংক্রান্ত কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সূত্র থেকে না নেওয়ার জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.