দেশচিন্তা ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য হবে মুখ্য।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি দুর্গাপূজা উপলক্ষ্যে বেশ কয়েকটি দুর্গামন্দিরে আর্থিক সহায়তাও প্রদান করেন।
সারজিস আলম বলেন, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদ্যাপন করছেন। তাদের খোঁজখবর নেওয়া, শুভেচ্ছা জানানো এবং তাদের যৌক্তিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে পাশে থাকা আমাদের দায়িত্ব। আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ, যেখানে কেউ বঞ্চিত হবে না এবং কেউ বাড়তি সুযোগও পাবে না।
তিনি বলেন,বৈষম্য থেকেই সম্পর্কের ফাটল তৈরি হয়। সেই দূরত্ব ঘোচাতে এনসিপি সব সময় মানুষের পাশে থাকবে।
তিনি আরও জানান, অনেক এলাকায় এখনও সনাতন ধর্মাবলম্বীদের স্থায়ী মন্দির নেই। অনেক জায়গায় অস্থায়ীভাবে পূজা অনুষ্ঠিত হয়। এনসিপি এ ব্যাপারে তথ্য সংগ্রহ করছে এবং সীমিত পরিসরে হলেও ইতোমধ্যে সহায়তার হাত বাড়িয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
সারজিস আলমের মতে, উদার মানসিকতা নিয়ে যদি সবাই এগিয়ে আসে, তাহলে শুধু পঞ্চগড় নয়, গোটা বাংলাদেশ প্রত্যাশার চেয়েও দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.