দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পঞ্চাশটি টি স্টেটের চা শ্রমিক ও বাগান কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
অনুষ্ঠানে তিনি শ্রমিকদের সার্বিক অবস্থা, চাহিদা ও সমস্যার কথা শোনেন এবং উপস্থিত সকলের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, চা শ্রমিকরা আমাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনমান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। আমি সবসময় শ্রমজীবী মানুষের পাশে থাকতে চাই এবং তাদের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা রাখতে প্রস্তুত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূজপুর থানা জামায়াতের আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহকারী সেক্রেটারি আবু তাহেরসহ নারায়ণহাট ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
উক্ত আয়োজনটি স্থানীয় জনগণের মাঝে প্রশংসা অর্জন করে এবং শ্রমিকদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.