দেশচিন্তা ডেস্ক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত সময়সীমা ২৯ সেপ্টেম্বর (সোমবার) শেষ হচ্ছে। অনলাইনে চতুর্থ ও চূড়ান্ত ধাপের নির্বাচন নিশ্চায়ন শেষ হওয়ার পর শিক্ষার্থীদের নির্বাচিত কলেজে ভর্তি হওয়ার শেষ দিন আজই। শিক্ষাবোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের পর আর ভর্তির সুযোগ থাকবে না।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, যেসব শিক্ষার্থী এখনো ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেননি, তারা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে পারবেন। নির্ধারিত সূচি অনুযায়ী কলেজে ভর্তির সময়সীমা ছিল ২৮ সেপ্টেম্বর (রোববার) এবং ২৯ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত। এই দুই দিনেই শিক্ষার্থীদের নির্বাচিত কলেজে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
শিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, চতুর্থ ধাপই ছিল এ বছরের ভর্তি প্রক্রিয়ার সর্বশেষ ধাপ। তাই এবার আর অতিরিক্ত কোনো সময়সীমা বাড়ানো হবে না। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে কোনো শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন না।
প্রসঙ্গত, এ বছরও সম্পূর্ণ অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়া হয়। শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে বেছে আবেদন করতে পেরেছিলেন। ভর্তি ফি অঞ্চল ও কলেজভেদে এক হাজার থেকে আট হাজার পাঁচশ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
ভর্তির নীতিমালা অনুযায়ী, মোট আসনের ৯৩ শতাংশ উন্মুক্ত রাখা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটাসহ বাকি সাত শতাংশ আসন সংরক্ষিত ছিল। সমান জিপিএ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে নম্বরের ভিত্তিতে মেধাক্রম ঠিক করা হয়েছে। আর নিজ কলেজ থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.