দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে বাসের ধাক্কায় মহিবুল ইসলাম মুহিদ (১৭) নামে এক কিশোর নিহত ও একজন আহত হয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাছবাড়িয়া সরকারি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত অপর সাইকেল আরোহী হলেন মো. তুষার (১৮)।
স্থানীয়রা জানান, একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা দুটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে ভাঙচুর করেন। নিহতের ঘটনার প্রতিবাদে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। পরে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, চয়েস পরিবহনের একটি বাসের ধাক্কায় দুজন বাইসাইকেল আরোহী আহত হন। তাদের মধ্যে মুহিদ ঘটনাস্থলেই মারা যায়। আহত তুষারকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.