দেশচিন্তা ডেস্ক: এশিয়া কাপের ফাইনালের আগে বড় দুঃসংবাদ ভারতের। চোটের কারণে ছিটকে গেছেন অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। দুবাইয়ে আজ শিরোপা নির্ধারণী ম্যাচে তার পরিবর্তে খেলছেন রিঙ্কু সিং। টস জিতে ফিল্ডিং নেওয়ার ঘোষণা দেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে আগের মতোই টসের পর পাকিস্তান অধিনায়ক আগা সালমানের সঙ্গে করমর্দন করেননি তিনি।
৪১ বছরের ইতিহাসে এশিয়া কাপে এবারই প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ১৯৮৪ সালে টুর্নামেন্ট শুরু হওয়ার পর দুই দলের অসংখ্য লড়াই হলেও কখনো ফাইনালের মঞ্চে দেখা হয়নি এই চিরপ্রতিদ্বন্দ্বীর।
অতীত পরিসংখ্যান অবশ্য ভারতের পক্ষেই কথা বলছে। টি-টোয়েন্টি ফরম্যাটে ১৫ বারের মুখোমুখি লড়াইয়ে ১১ বার জিতেছে ভারত। পাকিস্তানের জয় মাত্র ৩টি, একটি ম্যাচ টাই হয়ে বল–আউটে জয় পায় ভারত। এশিয়া কাপের সামগ্রিক রেকর্ডেও এগিয়ে ভারত-২১ ম্যাচে ১২ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৬, পরিত্যক্ত হয়েছে ৩টি ম্যাচ।
তবু ইতিহাস বদলানোর মিশন নিয়ে মাঠে নামবে পাকিস্তান। ২০১২ সালের পর আর এশিয়া কাপ জিততে পারেনি তারা। অন্যদিকে, সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়ন ভারত চাইবে আবারও শিরোপা হাতে নিতে। এর আগে পাঁচবার ফাইনাল খেলে মাত্র দুইবার শিরোপা জিতেছে পাকিস্তান।
টুর্নামেন্টে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে দুই দল। আগের দুই লড়াইয়ে জিতেছিল ভারত। এবার সুযোগ রয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার। তবে দুই শিবিরেই আলোচনার কেন্দ্রবিন্দু শুধু ক্রিকেট নয়, বাইরের ঘটনাও। আগের ম্যাচগুলোতে টস কিংবা ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি সূর্যকুমার যাদব। ফাইনালেও একই চিত্র দেখা গেছে।
এশিয়ার দুই পরাশক্তির লড়াইয়ে এবার রেকর্ড বইতে যোগ হতে যাচ্ছে নতুন অধ্যায়। ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে দুবাইয়ের রাতের দিকে, যেখানে ইতিহাস লিখবে ভারত কিংবা পাকিস্তান-একজনই উঠবে শ্রেষ্ঠত্বের সিংহাসনে।
ভারত একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, আগা সালমান (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.