দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের দুই নারী প্রার্থী সাইবার বুলিং ও স্লাট শেমিংয়ের শিকার হয়েছেন। এ ঘটনায় নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন তারা।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে লিখিত অভিযোগ জমা দেন সহ-দপ্তর সম্পাদক পদপ্রার্থী জান্নাতুল আদন নুসরাত ও নির্বাহী সদস্য পদপ্রার্থী জান্নাতুল ফেরদাউস সানজিদা।
অভিযোগ জমা দেওয়ার সময় চবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ ও অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
লিখিত অভিযোগের সঙ্গে সংযুক্ত কপিতে দেখা যায়, মেহেদী হাসান শরিফ নামের একটি আইডি থেকে কমেন্ট করা হয়েছে, ‘ভিডিও সার্ভিস দিতাছে শুনলাম’। রোহান খান নামের একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘শিবিরের প্রিয় দাসী’। গল্প জীবনের নামের আইডি থেকে মন্তব্য এসেছে, ‘জাহান্নামী খুর, শিবিরের যৌন সাথী’।
অভিযোগে দুই নারী প্রার্থী উল্লেখ করেন, চাকসু নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন বট আইডি, ভুয়া ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য, স্লাট শেমিং, ট্যাগিং ও ভুয়া ফ্রেমিং করা হচ্ছে। এসব কার্যকলাপ নারী প্রার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশকেও কলুষিত করছে।
সহ-দপ্তর সম্পাদক পদপ্রার্থী জান্নাতুল আদন নুসরাত বলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন করছি। কিন্তু নানা ভুয়া আইডি থেকে আমাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য ছড়ানো হচ্ছে। এসব প্রমাণসহ আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েছি। আমরা ন্যায্য বিচার দাবি করছি।
চবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ বলেন, আমাদের নারী প্রার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। এসব অশোভন আচরণ কেবল তাদের সম্মানহানিই করছে না, বরং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশকেও দূষিত করছে। আমরা এর বিচার চাই।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আমাদের কাছে দুই নারী প্রার্থী লিখিত অভিযোগ জমা দিয়েছেন। আমরা অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.