দেশচিন্তা ডেস্ক: কবি সম্মেলন উপলক্ষে রাজশাহী বিভাগের কবি সাহিত্যিক এবং সাহিত্য সংগঠকদের নিয়ে বগুড়া লেখক চক্রের আয়োজনে রাজশাহী বিভাগীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল। সম্মানিত অতিথি ছিলেন বগুড়া পিটিআইয়ের সুপারেনটেনডেন্ট ছড়াকার মুজাহিদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা আতিকুর রহমান মিঠু, জয়পুরহাট সাহিত্য সংসদের সভাপতি মোসতাফা আনসারী, কথাসাহিত্যিক নাহিদ হাসান রবিন, নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, পাবনা মহীয়সী পাঠচক্রের সভাপতি রেহেনা সুলতানা শিল্পী এবং নাটোর থেকে কবি ও সম্পাদক প্রত্যয় হামিদ। কবি সম্মেলন নিয়ে প্রথমেই ব্রিফ করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।
পরামর্শ সভায় বক্তব্য রাখেন ছডাকার রতন খান, কবি সম্পাদক হাদিউল হৃদয়, জয়পুরহাট থেকে কবি আব্দুল মজিদ, পাবনা থেকে ছড়াকার নূরুল ইসলাম বাবুল, সিরাজগঞ্জ প্রসূন সাহিত্য সংসদের পক্ষে জাহিদ হাসান এবং মীর সাব্বির। বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহসভাপতি হাবীবুল্লাহ জুয়েল, সহসাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান, গণসংযোগ সম্পাদক অনন্য রাসেল, নির্বাহী সদস্য মাহাবুব টুটুল, সদস্য সিকতা কাজল, বিশ^জিৎ দাস, আমিনুল ইসলাম রনজু এবং পবিত্র প্রামাণিক । পরামর্শ সভাটি সঞ্চালনা করেন কবি সিকতা কাজল।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.