
দেশচিন্তা ডেস্ক: ২৭ সেপ্টেম্বর রোজ শনিবার বিকাল ৪.০০ ঘটিকার সময় বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী সভাপতি নুরুল হক ছিদ্দিকী মহোদয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণ শেখর দত্ত এর সঞ্চালনায় শিক্ষা ও শিক্ষক আন্দোলনের অকুতোভয় নেতা, চট্টগ্রাম শিক্ষক সমাজের অকৃত্রিম বন্ধু, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সংগ্রামী সভাপতি এবং এম ই এস উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মো. এমদাদুল আলম ও বাংলাদেশ শিক্ষক সমিতি, চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সংগ্রামী সহ-সভাপতি,মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও প্রবীণ শিক্ষাবিদ অজিত কুমার আইচ এর স্মরণে এক শোকসভা শিক্ষক ভবন, ৪০০ আন্দরকিল্লায় অনুষ্ঠিত হয়। উক্ত শোক সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী হোসেন লিটন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাখন কান্তি দাশ।অতঃপর প্রয়াতদ্বয়ের আত্মার শান্তি কামনায় সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।দুই প্রবীণ প্রয়াত শিক্ষক নেতার শিক্ষকতা জীবন,সামাজিক কর্মকান্ড ও বর্ণাঢ্য জীবনের উপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বিটিএ এর আঞ্চলিক শাখার উপদেষ্টা অঞ্চল চৌধুরী ও শান্তি রঞ্জন চক্রবর্তী, বিটিএ এর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক শিমুল মহাজন, সহ-সভাপতি স্বপন সাহা, সহ-সভাপতি মো. কামাল উদ্দীন, সহ- সভাপতি মো. আবুল কালাম, সহ- সভাপতি মো. নাছির উদ্দীন, আঞ্চলিক শাখার মহিলা সম্পাদিকা মনিকা সেন, বিটিএ দক্ষিণ জেলা শাখার সভাপতি তাপস চক্রবর্তী,সাধারণ সম্পাদক মো. সৈয়দ হোসেন, বিটিএ উত্তর জেলার সভাপতি মো. ফিরোজ চৌধুরী, বিটিএ মহানগর শাখার সহ- সভাপতি মৃণাল কান্তি দাশ, দপ্তর সম্পাদক মাখন কান্তি দাশ, কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক অজিত কুমার ধর, ডবলমুরিং থানার সাধারণ সম্পাদক আবদুল গাফফার, বিটিএ বোয়ালখালী উপজেলা শাখার সাবেক সভাপতি বিজয় শংকর চৌধুরী, বর্তমান সভাপতি মোহাম্মদ আলী,আঞ্চলিক শাখার সদস্য নারায়ণ চন্দ্র সেন প্রমুখ। প্রয়াতদের পরিবার থেকে মো. এমদাদুল আলম এর সুযোগ্য পুত্র বিশিষ্ট ব্যাংকার এস.এম. আয়াছ ও অজিত কুমার আইচ এর পরিবার থেকে সহধর্মিণী সাবেক শিক্ষিকা রত্না মজুমদার স্ব-স্ব পরিবারের পক্ষে অনুভূতি প্রকাশ ও সম্মাননা স্মারক গ্রহণ করেন। সভাপতি মহোদয় প্রয়াত দুই নেতার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।