দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশকে গড়ে তুলতে হলে সকল শ্রেণী ও পেশার নাগরিকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে দেশের জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে সৎ ও যোগ্য প্রার্থীকে বাছাই করবে। চট্টগ্রাম ১১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শফিউল আলম ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করে। তিনি সৎ যোগ্য প্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণ শফিউল আলমকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয় করার উদাত্ত আহ্বান জানান।
৩৪ নম্বর দক্ষিণ নালা পাড়া লায়লা সিদ্দিক ফাউন্ডেশন ও৩০ নম্বর মাদার বাড়ি ওয়ার্ড জামায়াতের উদ্যােগে আয়োজিত শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লায়লা সিদ্দিক ফাউন্ডেশনের সভাপতি ও টেরী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল মনসুরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শফিউল আলম।
শফিউল আলম বলেন- আসন্ন দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। ভবিষ্যতে বৈষম্যমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদরঘাট থানা জামায়াতের আমীর এম এ গফুর, ৩০ নম্বর মাদার বাড়ি ওয়ার্ডের আমীর হারুনুর রশিদ দিদার, দক্ষিন লানা পাড়া সমাজ উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা পংকজ বৈদ্য, সমাজ কমিটির সহ সেক্রেটারি অজয় দাশ, জামায়াত নেতা কাওছার নেওয়াজ রাজী, শফিউল আলম জীবন, মুহাম্মদ মহসিন, আবু রাশেদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.