দেশচিন্তা নিউজ ডেস্ক:
মহান বিজয় দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার উদ্যোগে পার্টির হাজারি গলির জেলা কার্যালয় থেকে এক সুসজ্জিত লাল পতাকা মিছিল নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৯ আসনের পার্টির মনোনীত প্রার্থী ও বামজোট মনোনীত শ্রমিকনেতা কমরেড মৃণাল চৌধুরীর সমর্থনে এই লাল পতাকা মিছিলের আয়োজন করা হয়েছে।। মিছিল শেষে সিনেমা প্যালেস চত্ত্বরে জেলার ভারপ্রাপ্ত সভাপতি কৃষকনেতা চট্টগ্রাম ১৪ আসনের প্রার্থী কমরেড আব্দুল নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা সাধারণ সম্পাদক অশোক সাহা এবং প্রার্থী কমরেড মৃণাল চৌধুরী বক্তব্য রাখেন। বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, লাখো শহীদের বাংলাদেশ এখন বাইশ হাজার লুটেরা ধনিক লুটেপুটে খাচ্ছে। স্বাধীনতা বিরোধী শক্তি এবং সাম্প্রদায়িক অপরাধীরা সামাজিক পরিস্থিতিকে ক্রমাগত নষ্ট করে যাচ্ছে। একাত্তরে মুক্তিযুদ্ধ একটি প্রগতিশীল রাজনৈতিক জনযুদ্ধ। শাসকরা দেশকে প্রতিক্রিয়ার সাথে নিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে এখন চেনা যায় না। সেজন্য জোট মহাজোটের বাইরে জনগনের আস্থাভাজন বিকল্প রাজনৈতিক শক্তির গড়ে তোলার প্রত্যয়ে বাম গনতান্ত্রিক জোট গঠন করা হয়েছে। এবং রাষ্ট্র ক্ষমতা নেয়ার জন্য নির্বাচন করছে। নেতৃবৃন্দ আরো বলেন, নির্বাচন ও আন্দোলন পাশাপাশি চালিয়ে যাবে কমিউনিস্ট পার্টি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.