দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের বিএসএস (অনার্স) ৪০তম ব্যাচের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক বদরুল হসান আউয়াল। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডীন ও সহযোগী অধ্যাপক ফারজানা ইয়াসমিন চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ড. অর্পিতা দত্ত। অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব বিদ্যুৎ কান্তি নাথ তাঁর উদ্বোধনী বক্তব্যে নবীন ছাত্র-ছাত্রীদের নিয়মিত পড়াশুনা করার পাশাপাশি দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য উৎসাহ প্রদান করেন। মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির তাঁর বক্তব্যে অর্থনীতি কী এবং বিষয়টি কীভাবে জনজীবনের প্রতিটি ঘটনার সাথে জড়িয়ে আছে সেই বিষয়ে আলোকপাত করেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নবীন ছাত্র-ছাত্রীদের মধ্য থেকেই একদিন আমরা দেশবরেণ্য অর্থনীতিবিদ পাব। এই আয়োজনে জনাব ফারজানা ইয়াসমিন চৌধুরী তাঁর বক্তব্যে অর্থনীতি বিভাগে ভর্তি হওয়া নবীন ছাত্র-ছাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি তাঁর বক্তব্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের আন্তর্জাতিক মানের আউটকামবেজড কারিকুলাম, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। এছাড়াও তিনি তাঁর বক্তব্যে পরীক্ষায় ভালো ফলাফল এবং ভবিষ্যতে একটি সুন্দর ক্যারিয়ার গঠনের নিমিত্তে নিয়মিত পড়াশুনা ও ক্লাস উপস্থিতির উপর গুরুত্ব আরোপ করেন। প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী তাঁর বক্তব্যে ছাত্র-ছাত্রীদের জন্য কোড অফ কন্ডাক্ট এবং তা অনুসরণ করার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। এই অনুষ্ঠানে বিভাগের সহকারী অধ্যাপক ও মেম্বার সেক্রেটারি অফ ইভটিজিং এন্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রিভেনশন কমিটি উম্মে সালমা তাঁর বক্তব্যে নবীনদের উদ্দেশ্যে ক্যাম্পাসে একটি সুন্দর এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ বজায় রাখার জন্য ইভটিজিং এন্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইস্যুতে সচেতন থাকতে উদ্বুদ্ধ করেন। অর্থনীতি বিভাগ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লাইব্রেরিয়ান মোহাম্মদ কাউসার আলম এবং অ্যাসিস্ট্যান্ট এক্সাম কন্ট্রোলার ইয়াকুব আলী। লাইব্রেরিয়ান মোহাম্মদ কাউসার আলম প্রিমিয়ার ইউনিভার্সিটির সমৃদ্ধ লাইব্রেরী এবং ডিজিটাল লাইব্রেরী নিয়ে একটি সংক্ষিপ্ত, তথ্যবহুল বক্তব্য প্রদান করেন। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার ইয়াকুব আলী নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের কার্যপরিধি এবং গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। এই আয়োজনে বিভাগের সহকারী অধ্যাপক এবং ৪০তম ব্যাচের এডভাইজার জনাব সুদীপ দে একাডেমিক গাইড লাইন সংক্রান্ত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। উক্ত অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের ক্লাব প্রিমিয়ার ইউনিভার্সিটি ইকনোমিস্ট ফোরাম (পিইউইএফ)-এর কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক বদরুল হাসান আউয়াল তাঁর সমাপনি বক্তব্যে নবীন ছাত্র-ছাত্রীদের পড়াশুনার পাশাপাশি কো-কারিকুলার কার্যক্রমে অংশগ্রহণ করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি তাঁর বক্তব্যে বিভাগের শিক্ষা কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরার পাশাপাশি, নবীন ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সামাজিক এবং গবেষণামূলক কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহ প্রদান করেন। এই আয়োজনে ৪০তম ব্যাচের সকল নবীন শিক্ষার্থী এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারিয়া হোসেন বর্ষা, প্রভাষক ইফতেখার মিয়া, পিইউইএফ-এর সদস্যসহ বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.