দেশচিন্তা ডেস্ক: না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইউরোপীয় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ক্লডিয়া কার্ডিনাল। ফ্রান্সের নেমুর শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
ছয় দশকেরও বেশি বর্ণাঢ্য ক্যারিয়ারে ‘ইল গাত্তোপার্দো’তে অ্যাঞ্জেলিকার চরিত্র কিংবা ‘এইট অ্যান্ড হাফ’-এ তার উপস্থিতি আজও দর্শকের কাছে প্রাণবন্ত।
একশোর বেশি চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেত্রী হলিউডে পরিচিতি পান ‘দ্য পিঙ্ক প্যান্থার’-এর মাধ্যমে। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে দ্য গার্ল উইথ দ্য স্যুটকেস, ‘ওয়ান্স আপন আ টাইম ইন দ্য ওয়েস্ট’।
ক্লডিয়া কার্ডিনালে শুধু অভিনয়েই নয়, তার সততা ও স্বাধীনচেতা জীবনের জন্যও স্মরণীয় হয়ে থাকবেন এক অনুপ্রেরণাকারী নারীর প্রতীক হয়ে, এমনটাই মনে করছেন তার অনুরাগীরা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.