দেশচিন্তা ডেস্ক: স্কুল ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি কলেজ গেইট থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
মিছিলটি শহরের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখান থেকে সমাবেশকারীরা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দেন।
সাধারণ শিক্ষার্থী উক্যনু মারমা জানান, আগামীকাল ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধ পালন করা হবে। এছাড়া ২৫ ও ২৬ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বর্জন।
জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, আগামীকাল সড়ক অবরোধ শুনেছি। মামলার পর একজন আসামি গ্রেফতার করা হয়েছে। এখানে মিছিল আন্দোলনের কিছুই নাই।
মঙ্গলবার রাতে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় দলবব্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শয়ন শীল নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সদর জোনের সহযোগীতায় তাকে আটক করে পুলিশ। আটককৃত শয়ন শীল সিঙ্গীনালার বাপ্পী শীলের ছেলে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.