দেশচিন্তা ডেস্ক: সরফভাটা সমিতি চট্টগ্রামের উদ্যোগে আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল গতকাল ২৩ শে সেপ্টেম্বর সন্ধায় বহদ্দারহাটস্থ এ.আর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যাপক মোহাম্মদ আজিজ। এতে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর জীবন মহিমা ও গুরুত্ব নিয়ে আলোকপাত করেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের আরবি ও ইসলামি স্ট্যাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুবিনুল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন চৌধুরী সুজা। শুভেচ্ছা বক্তব্য রাখেন আজিমুশশান মিলাদুন্নবী (সাঃ) এর আহবায়ক মোহাম্মদ হাশেম, সদস্য সচিব শামসুল ইসলাম সওদাগর। মাওলানা জহুরুল আনোয়ার, বদরুদ্দোজা মিনার, নুর মোহাম্মদ বাহাদুর, ডাক্তার আবুল ফজল, আনোয়ারুল ইসলাম তালুকদার বাবুল, প্রফেসর সুজাউদ্দিন, আকতার কামাল চৌধুরী, মুজিবুল ইসলাম সরফী, কাজী শামসুল হুদা নাসিম, ইঞ্জিনিয়ার কেফায়েত উল্লাহ, আমিনুল ইসলাম বেলাল, মোরশেদ কামাল তালুকদার, জাসেদ চৌধুরী, নিজামুল ইসলাম সরফী, আবু সুফিয়ান, কাজী সাইফুদ্দিন মামুন, তানভিরুল করিম, নাজের চৌধুরী প্রমুখ। নাতে রাসুল পরিবেশন করেন জুনায়েদ কাদেরী। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ ডাঃ মোঃ সাইফুদ্দীনকে সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন অতিথিবৃন্দ। সভায় বক্তারা বলের নবী করিম (সাঃ) এর জীবনাদর্শ থেকে আমাদের যাপিত জীবনে শিক্ষা গ্রহণ করতে হবে তবেই আমরা উন্নত, সৎ ও নীতি মানুষে পরিণত হতে পারব। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম যুগ যুগ কাজ করে যাচ্ছে। আর শান্তি, ন্যায়, সাম্য, সম্প্রতি ও মানবতা প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ (সা:) জীবন কর্ম আমাদের কাছে শ্রেষ্ঠ দৃষ্টান্ত।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.