দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে হল সংসদে ৯ জন ও কেন্দ্রীয় সংসদে ১১ প্রার্থী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী।
মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে সহ সভাপতি (ভিপি) পদে ১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১ জন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১জন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ১জন, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে ১ জন, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ২জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১ জন, সহ-সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১ জন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ২ জনসহ মোট ১১ জন প্রার্থী চাকসু নির্বাচন থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এছাড়াও হক সংসদে আলাওল হল থেকে সহ সভাপতি পদে ১জন, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১জন, অতিশ দীপঙ্কর হলে নির্বাহী সদস্য একজন, বিজয় ২৪ হলে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে একজন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে সমাজ, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদে একজন, শহীদ ফরহাদ হোসেন হলে সহ-সভাপতি পদে একজন ও সাহিত্য , সংস্কৃতি পদে একজন, শাহজালাল হলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে একজন, বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে একজনসহ মোট ৯জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ব্যক্তিগত কারণ দেখে আমাদের কাছে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এবং চারজন প্রার্থীর তথ্যগত ভুল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.