দেশচিন্তা ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত 'জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫' -এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যায়ের চূড়ান্ত পর্ব আগামীকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
'তারুণ্যের উৎসব ২০২৫' এবং 'জুলাই অভ্যুত্থান' -এর প্রথম বার্ষিকী স্মরণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নীতি নির্ধারণ, উন্নয়ন ও নেতৃত্ব বিষয়ে উৎসাহিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতা ডিজাইন করা হয়েছে। এটি তরুণদের নীতিনির্ধারণী ও জাতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অবদান রাখতে অনুপ্রাণিত করবে। এবারের প্রতিযোগিতার বিষয় হলো 'একটি নতুন বাংলাদেশের দিকে: ভবিষ্যতের জন্য শিক্ষা ও রূপান্তর'।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মো. মাহবুব-উল-আলম, চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.