আজ : শুক্রবার ║ ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দুর্গাপূজাকে কেন্দ্র করে চট্টগ্রামে বিশেষ ট্রাফিক পরিকল্পনা

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার বলেছেন, ‘শারদীয় দুর্গাপূজা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই উৎসবকে কেন্দ্র করে নগরীতে বিপুল জনসমাগম ঘটে, তাই আমাদের ট্রাফিক ব্যবস্থাপনাকে হতে হবে আরো সুসংগঠিত ও কার্যকর। পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আমরা বিশেষ ট্রাফিক পরিকল্পনা হাতে নিয়েছি। নগরীর গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ এলাকায় অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে, বিকল্প রুট নির্ধারণ করা হবে এবং যানবাহন পার্কিংয়ের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দামপাড়া পুলিশ লাইন্সস্থ সিএমপির সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম মহানগরীর আওতাধীন এলাকায় শারদীয় দুর্গাপূজা উদযাপনকে শান্তিপূর্ণ, নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে এই ট্রাফিক ‘সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়। পুলিশ কর্মকর্তা আসফিকুজ্জামান বলেন, সবাইকে অনুরোধ করছি ট্রাফিক আইন মেনে চলার জন্য, ‘যাতে দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় এবং নগরীর সড়কে শৃঙ্খলা বজায় থাকে।’

সভায় দুর্গাপূজা চলাকালীন সময়ে পূজামণ্ডপকেন্দ্রিক এলাকায় নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করার জন্য বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ, গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ এলাকায় অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন, বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থা, যানবাহনের পার্কিং নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখাসহ নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ