দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ মডেল থানা এলাকায় রিকশায় বসা এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ব্যাগে থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় পৌনে ৪ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়েছে তারা।
রোববার (২১ সেপ্টেম্বর) রাতে পাঁচলাইশ থানার সামনের বেলভিউ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী নারী বেবী আক্তার ও তার স্বামী নুরুল আবচার থানায় গিয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা দুই যুবককে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, লোহাগাড়া উপজেলার পদুয়া থেকে চট্টগ্রাম শহরে ডাক্তার দেখাতে মেয়ের বাসায় এসেছিলেন বেবী আক্তার ও তার স্বামী নুরুল আবচার। এরমধ্যে তাদের একমাত্র মেয়ে একটি দুর্ঘটনায় আহত হয়ে পার্ক ভিউ হসপিটালে ভর্তি হন। মেয়ের সিটি স্ক্যান করানোর সময় দুই জোড়া স্বর্ণের কানের দুল, ডায়মন্ডের নাক ফুল, গলার চেইন ইত্যাদি খুলে ভ্যানিটি ব্যাগে রাখা হয়। নিরাপত্তার কথা ভেবে মেয়ের ভ্যানিটি ব্যাগটিও নিজের ব্যাগের ভেতরে নিয়ে সাথে রেখেছিলেন বেবী আক্তার। একইদিন রাতে ন্যাশনাল হসপিটালে ডাক্তার দেখিয়ে পার্ক ভিউ হসপিটালে মেয়ের কাছে ফেরার পথে পাঁচলাইশ মডেল থানার সামনে হঠাৎ ছিনতাইয়ের শিকার হন তিনি। এসময় তিনি ও তার স্বামী চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি। ছিনতাইকৃত মালামালের মূল্য প্রায় ৩ লাখ ছিয়াত্তর হাজার টাকা বলে এজাহার উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে একইদিন একই সময়ে নগরীর দুই নং গেইট এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন আরেকজন বিশ্ববিদ্যালয় ছাত্রী। টেম্পুতে চড়ে বাসায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ছোঁ মেরে আইফোন-১৬ ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ বিষয়েও পাঁচলাইশ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পাঁচলাইশ মডেল থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনার পর ভিকটিম থানায় এসেছিলেন। আমরা মামলা নিয়েছি। এসআই তামজিদকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. তামজিদ হোসাইন জানান, মামলা নিয়ে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। আগামীকাল মামলার বাদী নুরুল আবচারকে থানায় আসতে বলেছি। তার সঙ্গে কথা বলে ঘটনাস্থলে গিয়ে তদন্তকাজ শুরু করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.