দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ অ-১৭ দল গতকাল (২১ সেপ্টেম্বর) সাফ অ-১৭ টুর্নামেন্ট স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে। সেই ম্যাচের ১২ ঘন্টা পার হওয়ার আগেই বাংলাদেশের অ-১৭ পর্যায়ে চীনে শ্রীলঙ্কা একাডেমিকে ৮-০ গোলে হারিয়েছে বাফুফের একাডেমি দল। চীনের লিজাংয়ে আমন্ত্রণমূলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।
গতকাল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাফুফে একাডেমি দল ৪-০ গোলে সেনইয়াং অ-১৭ দলকে পরাজিত করে। বয়সভিত্তিক পর্যায়ের এই টুর্নামেন্টের ম্যাচের পরিধি ৮০ মিনিট। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথম মিনিটেই নাইম গোল করেন। তাহসান ১৬, রনি ২২ ও হেদায়েত ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন।
বিরতির পর আরো ৪ গোল করে বাংলাদেশ। তাহসান ৪৩ মিনিটে দ্বিতীয়ার্ধে গোলের সুচনা করেন। স্বপন ৫২ ও মেহেদী ৭১ এবং ৭৬ মিনিটে জোড়া গোল করেন। চীনে আমন্ত্রিত টুর্নামেন্টে বাফুফে একাডেমি দল আগামীকাল চীনের স্থানীয় ইউহানের সঙ্গে খেলবে।
দুই ম্যাচ জেতায় বাংলাদেশ কোয়ার্টার ফাইনালের পথে রয়েছে। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক মহিলা দল গত পরশু বাংলাদেশ নারী ফুটবল একাডেমি দলের সঙ্গে ম্যাচ খেলেছে। তেমনি বাফুফের পুরুষ একাডেমি দল চীনে একটি টুর্নামেন্ট খেলছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.