দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে গতকাল ২০ শে সেপ্টেম্বর বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন-বিকেএর মেধাবৃত্তি ২০২৪-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড এর চেয়ারম্যান ও বিকেএ কেন্দ্রীয় চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল ইসলাম। উদ্বোধক ছিলেন জিয়া সাইবার ফোর্স এর সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ কিন্ডারগার্টেন জাতীয় ঐক্য পরিষদের মহাসচিব মেজর (অবঃ) মনজুরুল ইসলাম প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন এস এম আবদুর রহমান, চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তারিক আহমেদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা হেলাল চৌধুরী, এজিপি ইলিয়াস লিটন, বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড এর ভাইস চেয়ারম্যান শাহানাজ ইসলাম, বোর্ড চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল জব্বার, বিকের চট্টগ্রাম বিভাগের সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন, নুর মোহাম্মদ বাবলু, নাছির উদ্দিন, নজরুল ইসলাম, আজিম উদ্দিন, ইব্রাহিম তালুকদার, মাসুক আহমেদ, মোহাম্মদ জসিম উদ্দিন জয়নাব বেগম, জয়নাল আবেদীন, এম এ সালাম, রিক্তা বড়ুয়া। আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক উম্মে সামিহা রহমান সানরাইজ গ্রামার স্কুলের ইউনিট-৩ এর প্রধান শিক্ষক মঞ্জুশ্রী সেন গুপ্তা, চিটাগাং আইডিয়াল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক জয়নাব বেগম, সানরাইজ কেজি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক সজর কুমার দত্ত, সিনিয়র শিক্ষিকা চয়নিকা মজুমদার, কাঞ্চি সেন গুপ্তা। অনুষ্ঠানে প্রায় ৮০০ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন, মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও সৃজনশীলতার চর্চা বাড়ায়। এটি ভবিষ্যৎ প্রজন্মকে মেধা ও মননের দিক থেকে আরও সমৃদ্ধ করবে। শিক্ষার্থীদের সাফল্যকে যথাযথভাবে মূল্যায়ন করলে তারা দেশের উন্নয়ন ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.