দেশচিন্তা ডেস্ক: সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে মহসিন কলেজের এইচএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে একটি ৭০০ ফুট গভীরতার ডিপ টিউবওয়েল স্থাপন করেছেন।
২০ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি এ উদ্যোগকে কলেজ শিক্ষার্থীদের জন্য একটি মানবিক ও অনুকরণীয় দৃষ্টান্ত বলে উল্লেখ করেন।
প্রাক্তন শিক্ষার্থীরা জানান, এ কলেজে তাদের শিক্ষা জীবনের স্মৃতি, দায়িত্ব ও কৃতজ্ঞতাবোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন যে, এই ডিপ টিউবওয়েল শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে নিরাপদ পানি পানের সুযোগ করে দেবে। তারা ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। একি সাথে তারা আশা করেন যে অন্যান্য ব্যাচ ও কলেজের কল্যাণে এগিয়ে আসবে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং এইচএসসি ৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে গত ১১ সেপ্টেম্বর ২০২৫, এই মহৎ কাজের উদ্বোধন করেন এই কলেজের গর্বিত প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সম্মানিত অধ্যক্ষ, কলেজের আরেক গর্বিত প্রাক্তন ছাত্র প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.