দেশচিন্তা ডেস্ক: দেশের বরেণ্য চলচ্চিত্র পরিচালক এবং বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টু চোখের সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, ইতোমধ্যে তার চোখের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা এম এন ইস্পাহানি।
রোববার (২১ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যমে নির্মাতা ইস্পাহানি লেখেন, ‘দেলোয়ার জাহান ঝন্টু। একজন পরিপূর্ণ সাদা মনের মানুষ। আল্লাহর রহমতে সাকসেসফুলি চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। দোয়া করবেন।’
ওই পোস্টের মন্তব্যের ঘরে ঢাকাই সিনেমার খল অভিনেতা মিশা সওদাগর দোয়া লিখেছেন, ‘অনেক দোয়া’। এছাড়া অনেকেই চলচ্চিত্র পরিচালকের সুস্বাস্থ্যতা কামনা করেছেন।
একদিন হঠাৎ শুনি সুনেত্রা চলে গেছে: দেলোয়ার জাহান ঝন্টু
ওই পোস্টে দেখা যায়, হাসাপাতালে বিছানায় এক চোখে অপারেশন অবস্থায় শুয়ে আছেন দেলোয়ার হোসেন ঝন্টু।
দীর্ঘ চার দশকের বেশি সময়ে শতাধিক চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। ‘লিডার’ চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন। তার পরিচালিত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘বন্দুক’। ঝন্টু পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে, ‘শিমুল পারুল’, ‘প্রেমগীত’, ‘হারানো প্রেম’, ‘ঝিনুকমালার প্রেম’, ‘বউমা’, ‘সকাল-সন্ধ্যা’, ‘পালকি’, ‘জজ ব্যারিস্টার’, ‘মুজাহিদ’, ‘হাতি আমার সাথী’।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.