দেশচিন্তা ডেস্ক: শিশু বিশ্ব আয়োজিত শিশু বিশ্ব সম্মাননা প্রদান অনুষ্ঠান গতকাল ২০ সেপ্টেম্বর বিকেল ৫ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিশু বিশ্বের সভাপতি অধ্যাপক ডাঃ প্রণব কুমার চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন। সংবর্ধিত গুণীজন হিসেবে সন্তোষ-রেণুবালা স্বাস্থ্যসেবা সম্মাননা গ্রহণ করেন স্বাস্থ্যসেবায় নুরুন্নাহার ফাতেমা বেগম, যোগেন্দ্রলাল-রসবালা শিক্ষা সম্মাননা গ্রহণ করেন শিক্ষায় কবি, সাংবাদিক অধ্যাপক আবুল মোমেন, ভারতচন্দ্র-ননীবালা স্মৃতি সাংস্কৃতিক সম্মাননা লাভ করেন বাংলা একাডেমী পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তি প্রবীণযাত্রাশিল্পী নাট্যজন মিলন কান্তি দে। স্বাগত বক্তব্য রাখেন শিশু বিশ্বের নির্বাহী পরিচালক, শিশু সাহিত্যিক, কবি ও সাংবাদিক রাশেদ রউফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিকশিল্পী আযেশা হক শিমু। সভার শুরুতে দলীয় বৃন্দ পরিবেশনা করেন উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের শিশু বিভাগের শিক্ষার্থীরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হোসনে আরা, কথাসাহিত্যিক সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, কবি ও সাংবাদিক ওমর কায়সার, জাহাঙ্গীর, অধ্যাপক কাঞ্চণা চক্রবর্তী, শিক্ষা সংগঠক মাজহারুল হক প্রমুখ।
কবি সাংবাদিক আবুল মোমেন বলেন আজকাল চিকিৎসকদের সামাজিক সাংস্কৃতিক কাজে দেখিনা বা কমই দেখি। সে জাযগায় ডাঃ প্রণব কুমার চৌধুরীর শিশুদের নিয়ে এরকম চর্চা সত্যি প্রশংসার। তিনি বলেন বর্তমানের শিক্ষার্থীরা সিলেবাস ও সাজেকশন অনুযায়ী পরীক্ষাযোগ্য কিছু পড়া মুখস্ত করে জিপিএ ৫ পাওয়ার অসম প্রতিযোগিতায় নেমে পড়ে। এমনকি শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের চেয়ে নোট, গাইড বেশি পড়ছে, শিক্ষার চেয়ে পরীক্ষা গুরুত্বপুর্ণ হয়ে উঠেছে, বইয়ের চেযে নোট বইয়ের চাহিদা বেশি, শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে কোচিং নির্ভরতা বেড়ে যাচ্ছে। আজকাল ৭০% শিক্ষার্থী মাঠে ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। যার কারণে শিক্ষার্থীদের পাঠ্যবইয়েরও অনেক পড়া থেকে বঞ্চিত হচ্ছে। বিগ্রেডিয়ার জেনাঃ অধ্যাপকা নুরুন্নাহার বেগম বলেন শিশুই হল আমার চর্চার বিষয়। ঢাকার পরে চট্টগ্রামই সংস্কৃতির প্রাণকেন্দ্র। আমরা শিশুকাল থেকেই শেফালী ঘোষসহ নানা গুণীর শিল্পীর নাম শুনে বড় হয়েছি। শিশু বিশ্ব যে ৩ টি বিষয বেঁছে নিয়েছে স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি। এ ৩ টি বিষযই শিশুদের জন্য খুবই উপযোগী।আমাদের শিশুগুলোকে বাঁচাতে হলে মাকে শিক্ষিত করতে হবে। একজন মাকে শিশু বেড়ে উঠা,যত্ন নেয়ার জন্য শিশুর লালন পালনের শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু মাকে নয় আমাদের সকলকে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা গ্রহণ করা জরুরী। মিলন কান্তি দে বলেন আমার সাথে দুই গুণী ব্যক্তি যথা কবি সাংবাদিক আবুল মোমেন ও অধ্যাপক ডাঃ নুরুন্নাহার ফাতেমা বেগমের সাথে আমাকে সংবর্ধিত করায় নিজেকে গৌরবান্বিত মনে করছি। শিশু বিশ্ব আমাদের এগিয়ে নিযে যাচ্ছে যেখানে নেই রাজনীতির কলহ, দ্বন্ধের সংঘাত নেই, প্রতিহিংসার চর্চা নেই সেটাই শিশু বিশ্বের সুন্দরতম পথচলা হোক। ডাঃ প্রণব কুমার চৌধুরী তার হৃদয় শৈলী দিয়ে সহজে মানুষের মন জয় করে নিতে পারে। কবি ও সাংবাদিক রাশেদ রউফ বলেন শিশুদের সঠিক, সুস্থ ও পরিশুদ্ধ মানসিক বিকাশের জন্য শিশু বিশ্ব কাজ করে চলেছে। শিশুদেরকে মনোজগতকে আরো বেশি পরিশীলিত করার জন্য সংস্কৃতি চর্চার বিকল্প নেই। তিনি শিশু বিশ্ব কর্তৃক ৩ সংবর্ধিত ব্যক্তিকে সম্মানিত করছে তার জন্য শিশু বিশ্ব নিজে সম্মানিতবোধ করছে। তাদের মহান কর্ম আমাদের আগামী প্রজন্মের জন্য তিনি অনুকরণীয় বলে উল্লেখ করেন। সভার সভাপতি ডাঃ প্রণব কুমার চৌধুরী বলেন শিশু বিশ্ব শিশুদের মানসিক উন্নতি এবং মনোজাগতিক বিকাশে কাজ করে যাচ্ছে। সভা শেষে সংবর্ধিত অতিথিদের মাঝে ক্রেস্ট, সনদ, উত্তরীয়, ফুলেল শুভেচ্ছা ও নগদ অর্থ প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.