দেশচিন্তা ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিরল আকারের এক রুই মাছ।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ধরা পড়া ১৬ কেজি ওজনের মাছটি বিকেলে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ কিনে নেন ৫৬ হাজার ২০০ টাকায়।
জানা যায়, গোয়ালন্দ উপজেলার সীমান্তবর্তী পাবনার আমিনপুর থানার ঢালারচর এলাকায় দুপুর ২টার দিকে জেলে তাজেল হালদার ও তার সহযোগীরা মাছ ধরতে গেলে বিশাল রুইটি তাদের জালে উঠে আসে।
পরে মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আনা হলে কেজিপ্রতি ৩ হাজার ৫০০ টাকায় ব্যবসায়ী শাজাহান শেখ মাছটি ক্রয় করেন।
এরপর শাজাহান শেখ মাছটি অনলাইনের মাধ্যমে সিলেটের এক লন্ডনপ্রবাসীর কাছে ৫৯ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।
স্থানীয়রা বলছেন, পদ্মায় সম্প্রতি পানি ও স্রোতের গতি বাড়ায় বড় আকারের মাছ জেলেদের জালে ধরা পড়ছে। প্রায়ই ধরা পড়ছে পাঙ্গাশ, রুই, বাঘাইড়, চিতলসহ নানা প্রজাতির মাছ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.