দেশচিন্তা ডেস্ক: ২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি, শনিবার সকাল ১১:০০ টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসের কনফারেন্স হলে শতাধিক প্রকৌশলী, স্থপতিদের ও ডেভেলপারদের অংশগ্রহণে “টেকসই আবাসন: প্রকৌশলী ও স্থপতিদের ভূমিকা” শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর এমেরিটাস ইউনিভার্সিটি অব এশিয়ান প্যাসিফিক, ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ড. এম. শামীম জেড. বসুনিয়া মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিহ্যাব এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির সভাপতি, ইঞ্জিনিয়ার এস. এম আবু সুফিয়ান।
সভাপতি তার বক্তব্যে বলেন, আমারা রিহ্যাব সদস্যবৃন্দ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুপরিকল্পিত টেকসই আবাসন রেখে যেতে চাই। এ জন্যই রিহ্যাব এর পক্ষ থেকে “টেকসই আবাসন: প্রকৌশলী ও স্থপতিদের ভূমিকা” শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূখ্য আলোচক অধ্যাপক ড. এম. শামীম জেড. বসুনিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনায় টেকসই আবাসন নির্মাণের উপর মূল প্রবন্ধ উপস্থাপন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১, জনাব মোহাম্মদ মোরশেদুল হাসান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি আশিক ইমরান, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন পিইঞ্জ, ইঞ্জিনিয়ার তৈয়বুল আলম, স্থপতি মাহাদী ইফতেখার, ইঞ্জিনিয়ার নকিব উল আহসান। উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য এ্যাডভোকেট আব্দুল কাইয়ূম ভূঁইয়া, জনাব সৈয়দ ইরফানুল আলম, জনাব শারিস্থ বিনতে নূর, জনাব নূর উদ্দীন আহাম্মদ, জনাব মোহাম্মদ মাঈনুল হাসান, রিহ্যাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইফতেরখার হোসেন, জনাব মোহাম্মদ জাফর এবং রিহ্যাব সদস্যবৃন্দ সহ রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানসমূহের প্রকৌশলী ও স্থপতিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.