দেশচিন্তা ডেস্ক: সমাজ উন্নয়নে মানবিক মানুষ যেমন দরকার, তেমনি মানবিক সংগঠনও খুব দরকার। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে মানবিক রাঙ্গুনিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।এ সংগঠন তার মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখলে আমিও পাশে থাকবো থাকবো ইনশাআল্লাহ। আমরা রাজনীতি করি মানুষের কল্যানের জন্য। সেটাও মানবিক কাজ। স্বাস্থ্য সচেতনতার লক্ষে মানবিক রাঙ্গুনিয়ার কার্যক্রমের ভূয়সী প্রশংসাও করেন।
১৯ সেপ্টেম্বর বিকেলে রাঙ্গুনিয়ার গোডাউন এলাকায় মানবিক রাঙ্গুনিয়ার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আলহাজ্ব ইদ্রিস মিঞা মাষ্টার ফাউন্ডেশন এর চেয়রাম্যান ও মানবিক রাঙ্গুনিয়ার উপদেষ্টা মহিউদ্দিন সিদ্দিকী মুন্না। বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক ও মানবিক রাঙ্গুনিয়ার উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম মন্জু। চট্টগ্রাম জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন রুবেল, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিঃ সহ সভাপতি ভিপি আনসুর উদ্দিন, জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক শাহেদ আকবর, জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌরসভা জিয়া মঞ্চের সভাপতি রফিকুল কাদের, সদস্য সচিব মেহেদী হাসান টিপু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানবিক রাঙ্গুনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, জমির হোসেন, জামাল হোসেন,বাসু দে,জুয়েল,নয়ন,সুমন, সাইমন,রুবেল,মহিউদ্দিন, জয়নাল,আরাফাত প্রমুখ।
বিশেষজ্ঞ ডাক্তাররা পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.