দেশচিন্তা ডেস্ক: দেশের আটটি বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারী বৃষ্টিপাতও হতে পারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৬টার পর রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা আছে। একই সঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
সংস্থাটি জানায়, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের এই ধারা আগামী মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। এরপর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমবে।
এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.