দেশচিন্তা ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা'র উদ্যোগে মিলাদ মাহফিল ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা জাফরুল ইসলাম আনোয়ারীর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শওকত আলী নূর।
তিনি বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) এর জীবনের প্রতিটি বিষয়ে সবাইকে আগ্রহ নিয়ে জানার চেষ্টা করতে হবে। মহানবী (স.) আদর্শে উজ্জীবীত হয়েই নিজেদের গড়ে তুলতে হবে। তবেই পরিবার, সমাজ, রাষ্ট্র আদর্শ নাগরিক খুঁজে পাবে। তিনি আইয়ামে জাহেলিয়াত এর অন্ধকার যুগ, মহানবী( স.) হিলফুল ফুজুল থেকে শুরু করে মহনবী(স.) এর মক্কা বিজয় পর্যন্ত সবকিছুই সংক্ষিপ্ত আকারে আলোচনা করেন।
মাদ্রাসার শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.