দেশচিন্তা ডেস্ক: গত ১৮ ই সেপ্টম্বর রোজ বৃহস্পতিবার আল আমিন ভবন,গ্রীণভিউ -১ পাঁচলাইশ, চট্টগ্রামস্থ আল আকসা ইন্টার ন্যাশনাল মাদ্রাসা মিলনায়তনে ছোট ছোট কোরান এ হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরান শরীফ বিতরণ করা হয়। লিও মোহাম্মদ রাশেদুল ইসলামের সঞ্চালনায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান, মানবাধিকার কর্মী এস এম আজিজ। প্রধান আলোচক ছিলেন লেখক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন জিল্লুর রহমান শাকিল, হাজী শহীদুর রহমান খোকন ও মোহাম্মদ শহীদুল ইসলাম সহ প্রমুখ। কোরান শরীফ বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীরা ও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, কুরআনের শিক্ষা হলো ইসলাম ধর্মের মূল ভিত্তি,যা মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করে। কোরান শিক্ষা এটি মুসলমানদের জন্য একটি অবশ্য পালনীয় বিষয়,কারণ এটি জীবনের সকল সমস্যার নীতিমালা প্রদান করে এবং দুনিয়া ও আখেরাতে কল্যাণের পথ দেখায়।
প্রধান আলোচক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন,কুরআন আল্লাহর বাণী, যা মানুষের জীবন পরিচালনার জন্য মৌলিক নির্দেশনা হিসেবে কাজ করে।ব্যক্তিগত, আধ্যাত্মিক উন্নয়ন বিশেষ করে সামাজিক অগ্রগতির জন্য একমাত্র কোরান একটি অপরিহার্য পথপ্রদর্শক। কুরআনের শিক্ষা মানুষকে দুনিয়া ও আখেরাতে শান্তি ও সমৃদ্ধিন অর্জনে সহায়তা করে কেননা কুরআন ও হাদিসের নীতিমালার উপর ভিত্তি করে ইসলামের সকল বিধি-বিধান তৈরি হয়ে থাকে।সভাপতি সার্বিক সহযোগিতা ও সুন্দর আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.