দেশচিন্তা ডেস্ক: কাপ্তাই বাঁধে পানির মজুদ স্বাভাবিক হওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে সব জলকপাট।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (প্রকৌশলী) মাহমুদ হাসান।
তিনি জানান, উজান থেকে পানি নামার প্রবণতা কমে যাওয়ায় হ্রদের পানির বৃদ্ধি হারও কমেছে। এছাড়া জলকপাট খোলা থাকায় উজানের নিম্নাঞ্চলের প্লাবিত এলাকার পানি কমে যাওয়ার পর জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
মাহমুদ হাসান আরও জানান, কাপ্তাই হ্রদের ধারণক্ষমতা ১০৯ এমএসএল। বর্তমানে হ্রদের পানির স্তর রয়েছে ১০৮.২২ এমএসএল। জলকপাট বন্ধ থাকলেও বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে নিস্কাশন করা হচ্ছে।
তিনি বলেন, ‘যদি আবারও পানির প্রবণতা বাড়ে, তাহলে পুনরায় জলকপাট খুলে দেয়া হবে।’
প্রসঙ্গত, হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় তৃতীয় দফায় গত ৮ সেপ্টেম্বর কাপ্তাই বাঁধের সব জলকপাট খুলে দেওয়া হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.