দেশচিন্তা ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুলাইয়ে ধারে আসার পর বার্সেলোনার হয়ে গোলশূন্য ছিলেন মার্কাস রাশফোর্ড। অবশেষে জোড়া গোলেই খাতা খুললেন ইংলিশ ফরোয়ার্ড।
রাশফোর্ডের জোড়া গোলে বার্সেলোনা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন্স লিগ অভিযানের সূচনায় নিউক্যাসল ইউনাইটেডকে তাদের মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে।
সেন্ট জেমস পার্কে ঘণ্টা পূর্ণ হওয়ার আগে (৫৮ মিনিটে) জুলেস কুন্দের ক্রসে হেড থেকে প্রথম গোলটি পান রাশফোর্ড। এরপর ইংলিশ এই ফরোয়ার্ড দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে (৬৭ মিনিটে) দুর্দান্ত ডান পায়ের শটে দূরপাল্লার গোল করেন, বল গিয়ে জড়িয়ে যায় জালের উপরিভাগে।
৯০ মিনিটে অ্যান্থনি গর্ডন নিউক্যাসলের হয়ে এক গোল শোধ করলেও গত মৌসুমের সেমিফাইনালে থেমে যাওয়া বার্সেলোনা জয় ধরে রেখে তিন পয়েন্ট নিশ্চিত করে।
ম্যাচের পর রাশফোর্ড বলেন, 'বার্সেলোনার হয়ে খেলা দারুণ এক অভিজ্ঞতা। আমি সবসময় এই ক্লাবের বিশাল ভক্ত ছিলাম। আমরা শুধু যতটা সম্ভব শিরোপা জিততে চাই।'
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.