দেশচিন্তা ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদায় ও নবাগত প্রধান শিক্ষক বরণ উপলক্ষে 'সংবর্ধনা বিদায় ও বরণ অনুষ্ঠান ২০২৫' অনুষ্ঠিত হয়েছে। বিদায় জানানো হয় বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ কিতাব আলী'কে এবং নবাগত প্রধান শিক্ষক দয়েন্ত কুমার চাকমা'কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকা হতে উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শাহীন আল মামুন, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি সাজেক থানা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান নেলশন চাকমা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউপি সদস্য দয়াধন চাকমা, ইউপি সদস্য সুমিতা চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী বিমল কান্তি চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রায়হান উদ্দিন, বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ডা.নাজিম উদ্দিন, উলুফুল সমবায় সমিতির সভাপতি আব্দুল সাত্তার, বাঘাইহাট কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন, পিটিএ কমিটির সভাপতি ইউসুফ আলী বাবুল সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কাউছার আহমেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, বিদায়ী শিক্ষকের জন্য মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন গঙ্গারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাক্যবোধি চাকমা, কাচালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বাবুল প্রমুখ
বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ কিতাব আলী-এর দীর্ঘ কর্মজীবনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। একই সঙ্গে নবাগত প্রধান শিক্ষক দয়েন্ত কুমার চাকমা-কে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান এবং নবাগত শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একইসাথে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ও বিদ্যালয়ের শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.