দেশচিন্তা ডেস্ক: কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে মাদক চোরাচালান ও মাদকের ব্যবহার রোধে এক সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এই ক্যাম্পেইনটি ‘রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্কফোর্স’-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে সচেতনতা বৃদ্ধি পেলে মানুষ মাদক সেবন থেকে বিরত থাকবে, মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে উঠবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সহায়তা করা সম্ভব হবে। তারা আরও উল্লেখ করেন, দীর্ঘমেয়াদে এ ধরনের সচেতনতা কার্যক্রম সামাজিক আন্দোলনে রূপ নেবে, যা ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করবে।
ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজারের একাধিক উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসি ল্যান্ড, চিকিৎসক, কলেজ ও স্কুল-মাদ্রাসার অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ।
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী গত ২০ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স গঠিত হয়। টাস্কফোর্স ইতোমধ্যে সমন্বিত অভিযান শুরু করেছে। এ পর্যন্ত বিপুল পরিমাণ মাদক, ২০টি মাইক্রোবাস, একটি সিঙ্গেল ব্যারেল গান, একটি এলজি ও এক রাউন্ড বুলেট জব্দ করা হয়েছে। এছাড়া ৫৫৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.