দেশচিন্তা ডেস্ক: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, আগের ভাত মেশানো খাসির মাংস সংরক্ষণ, কয়েকদিন আগে রান্না করা বাসি মাছ-মাংস, ভাত ও অন্যান্য খাবার পরিবেশনের অভিযোগে হাান্ডি রেস্টুরেন্টকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নগরের জিইসি মোড় এলাকার হান্ডি ও ধাবা রেস্টুরেন্টকে এই জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ।
জানা গেছে, বাসি মাছ-মাংস বিক্রি এবং খাবারে ক্ষতিকর সুগন্ধি মেশানোর অভিযোগে চট্টগ্রাম নগরের দুটি রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে খাবারে ক্ষতিকর সুগন্ধি আতর ব্যবহারের অভিযোগে ধাবা রেস্টুরেন্টকে একলাখ টাকা জরিমানা করা হয় অভিযানে।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.